30 September 2020
banglar mukhosh
dipankar ghosh interview
প্রাগৈতিহাসিক কাল থেকেই মুখোশ মানুষের সংস্কৃতিতে ভূমিকা পালন করে আসছে। আমাদের প্রশ্ন ছিল, মুখোশ কী, মুখোশ কোথায় কোথায় দেখা যায়, বাংলার মুখোশ দেখতে হলে একজন কখন কোথায় যাবে? বাংলার মুখোশের রং রূপ প্রকৃতির বিচিত্র দিকগুলি কি কি? উত্তর দিয়েছেন বিশিষ্ট গবেষক, ক্ষেত্র সমীক্ষক ও লেখক দীপঙ্কর ঘোষ। নবীন গবেষকদের জন্য জানিয়েছেন কেমন করে তিনি কাজ শুরু করেছিলেন। জানিয়েছেন পুরুলিয়ার মুখোশের খোঁজে গিয়ে তাঁর অভিজ্ঞতার কথা। জানিয়েছেন মুখোশ নিয়ে এখনও কত কাজ করা সম্ভব। আমরা শুনেছি। এইবারের পর্বে থাকল সেই কথোপকথন।