ডোকরা শিল্পী পুতুল কর্মকার
Lokfolkবাঁকুড়া বিকনা শিল্পডাঙার বিশিষ্ট ডোকরা শিল্পী পুতুল কর্মকার। ডোকরা শিল্পের প্রচলিত ধারার বাইরে সম্পূর্ণ নিজস্ব ভাবনায় তিনি কাজ করেছেন। সেই কাজ একাধিক সম্মানে সম্মানিত হয়েছে। এই সাক্ষাৎকারে উঠে এসেছে পুতুলদির ছোটবেলার কথা, কাজ করার প্রেরণা ও নতুন কাজের আইডিয়ার কথা। সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল বোলপুর গীতাঞ্জলী নবান্ন উৎসব ২০২০তে।