পৌষ মেলাকে ঘিরে বিতর্ক যখন পিছু ছাড়ছে না তখন আমরা ফিরে শুনতে চাইছি পৌষ মেলার মূল সুরটিকে। শান্তিনিকেতনে পৌষ মেলা কবে শুরু হল, বৈতালিকের গানে কেমন করে ধরা পড়েছে রবীন্দ্রনাথের আহ্বান, কেমন ছিল পাঠভবন হোস্টেলে থেকে পৌষ মেলা দেখার দিনগুলি, -- নানা কথাই উঠে এসেছে আজকের আলোচনায়। কথা বলেছেন পাঠভবনের ছাত্র, শিক্ষক অভিক ঘোষ।