

এই পর্বে আমাদের পডকাস্ট স্টেশনে এসেছেন'মিথ পঞ্চদশ' গ্রন্থের লেখক কৌশিক দত্ত। মন্দিরকে ঘিরে যে নানা গল্প প্রচলিত থাকে তা কেমন করে বিশ্বাসের জন্ম দেয়? বাবা বড় কাছারি কেমন করে ভক্তের মনবাঞ্ছা পূর্ণ করে? পোড়া রুটি ছাড়া গোপালের ভোগ হয় না কেন? এইসব গল্পের সূত্রেই এসে গেছে তাঁর নতুন বইয়ের গল্প। মসজিদ মাজারের গল্প।
No results were found that match your criteria.