রূপকথা, লোককথা
Lokfolkমৌখিক সাহিত্যের অন্যতম ধারা রূপকথা, লোককথা। আমরা সেসবের ব্যাখ্যায় না গিয়ে গল্প শুনেছি। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আমাদের অতিথি বিশিষ্ট গবেষক ক্ষেত্রসমীক্ষক মহম্মদ আয়ুব হোসেন। তিনি গল্প শোনার গল্প শুনিয়েছেন। শুনিয়েছেন গল্প সংগ্রহের গল্প। সংগ্রহ করা একটি গল্প বিষদে বলেছেন তিনি। দ্বিতীয় পর্যায়ে আমাদের অতিথি সুতপা কোলে ও সৌমি বিশ্বাস। লকডাউনের দিনে তাঁরা প্রিয়জনের কাছে বসে গল্প শুনেছেন ও রেকর্ড করেছেন। তাঁদের রেকর্ড করা দুটি গল্প এই পর্বের অন্যতম সম্পদ। কথায় বলে কানে কানে কথা হাঁটে। গল্পগুলি শুনে অন্যের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার।