একটুও কম নই -নবকুমারের গান
Lokfolkসম্প্রতি “আমি ধান চাষ করি ভাই আমি গম চাষ করি” এই গান সোশ্যাল সাইটে লক্ষ লক্ষ মানুষ শুনেছেন। অনেকেই জানেন না যে নবকুমারের গান বাংলা গানের রসিক শ্রোতাকে গত তিন দশক মুগ্ধ করে রেখেছে। তাঁর জীবন দর্শন ও রাজনৈতিক চেতনা তাঁর গানের কথা ও সুরে নতুন মাত্রা যোগ করেছে। মাত্র দুটি এ্যালবাম তিনি প্রকাশ করতে পেরেছেন। তাঁর গানের সংকলন গ্রন্থ প্রকাশের একটা উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি। প্রায় দু ঘণ্টার এই আলাপচারিতায় আমরা মূলত নবদার গানের উৎস ও আবেগকে ধরতে চেয়েছি। খুঁজে দেখতে চেয়েছি মানুষ নবদা ও শিল্পী নবদাকে। তাঁর যোগাযোগ নাম্বার হল ৯৮৩০৩৭২৯৮৮. অনুষ্ঠানের জন্য সরাসরি তাঁর সাথে যোগাযোগ করতে অনুরোধ করব।