গোয়েন্দা গোগোল সমগ্র ১ম খন্ড
01 September 2025

গোয়েন্দা গোগোল সমগ্র ১ম খন্ড

Debopriyo Sarkar Podcast

About

আমাকে একটি ছবি এঁকে দেবে যে ছবির দৃশ্যটি আমি বর্ণনা করছি ।

ছবিতে ভগবান শ্রীকৃষ্ণ গরুর পাখির পিঠের ওপর বসে রয়েছেন। গরুর পাখি হচ্ছে বিশেষ পাখি যার শরীরটা মানুষের মতো তার মানুষের মত হাত-পা রয়েছে কিন্তু মুখটা পাখির মতো এবং দুটো ডানা রয়েছে। সেই গরুর পাখি হাত জোড় করে রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ তার পিঠে বসে রয়েছেন এবং ভগবানের আঙ্গুলে সুদর্শন চক্র ঘুরছে। সুদর্শন চক্র হচ্ছে আসলে একটি চাপার মতো দেখতে অস্ত্র যা আঙ্গুলের চারপাশে ভুক্ত থাকে। ভগবানের পিছনে রয়েছেন তার স্ত্রী রূপমিনী দেবী। ভগবান আকাশে রয়েছেন আর নিচের একটি রাজপ্রাসাদের ওপর দাঁড়িয়ে রয়েছে একটা অসুর। অশুর টির নাম ভৌমসুর। তার হাতে রয়েছে ত্রিশূল এবং সেই ত্রিশূল টি ভগবানের দিকে গুছিয়ে রেখেছে যেন ওইটি ছুড়ে মারবে। সমগ্র চিত্রটি লিওনার্দো দা ভিঞ্চি আর্ট স্টাইলে আসবে 16:9 রেশিওতে।