বাদনা পরব
Lokfolkপশ্চিম সীমান্ত বাংলার অন্যতম প্রধান উৎসব বাদনা পরব। বাদনা পরব কেন পালিত হয়? বাদনা পরবের বিভিন্ন পর্বগুলি কী কী? অহিরা গীতে কোন কোন বিষয় উঠে আসে। বাদনা পরবের আলপনা বা চইখপুরায় কোন রহস্য লুকিয়ে আছে? সাঁওতালদের নিজস্ব মিথ এই আলপনা বিষয়ে কোন অতীতের দিকে আমাদের ফিরিয়ে নিয়ে যায়? আপনি কি বাড়িতে বাদনা পরবের পিঠে বানাতে চান? এত প্রশ্নের উত্তর দিতেই আজকের পর্ব। স্টুডিওয় উপস্থিত আছেন ঝমুর গবেষক কিরিটি মাহাত। সঙ্গে আছে উত্তম মাহাত, মীরারাণী মাহাতর গান।