

আগমনী বিজয়ার গান একসময় বাংলাদেশে জনপ্রিয় ছিল। গ্রামের বাড়িতে বাড়িতে সে গান শোনাতে আসতেন লোককবি বা গায়করা। মা মেনকার কাতর আবেদনে গিরিরাজ মেয়ে উমাকে বাড়ি নিয়ে আসতেন। উপলক্ষ্য দুর্গোৎসব। দশমী এলেই আবার বিচ্ছেদের পালা। মধ্যযুগের বাংলা সাহিত্যের শাক্তকবিরা এই বিষয়ে গান রচনা করেছেন অনেক। সেই গানের ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করে আমরা শুনেছি ত্রিপুরার আগরতলার বাসিন্দা বিশিষ্ট সুরকার ও শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রর গান।
No results were found that match your criteria.