DiscoverSearch
"সিলেটের ঐতিহ্যবাহী লোকজসংস্কৃতি : ধামাইল। প্রকৃতির অন্যতম লীলাভূমি সিলেটের প্রাকৃতিক প্রাচুর্যের মাঝে সাংস্কৃতিক প্রাচুর্যও অনেক, সাহিত্য সাংস্কৃতিক জগতেও সিলেটের নিজস্ব বৈশিষ্ট্য ও পৃথক পরিচয় বিদ্যমান, যার দরুন সিলেট সুদূর অতীতকাল থেকে স্বীয় অবস্হানকে নিজ আলোয় উদ্ভাসিত করে আসছে। তার আছে নিজস্ব সত্তা ও স্বকীয় পরিচিতি। লোকসঙ্গীতের ক্ষেত্রেও সিলেটের পৃথক বৈশিষ্ট্যজ্ঞাপক পরিচিতি পাওয়া যায়। লোকসঙ্গীত 'ধামাইল' সিলেটের এক নিজস্ব সাংস্কৃতিক সম্পদ। 'ধামালী' বা 'ধামাইল' নৃত্য সম্বলিত উৎসব।" লোকফোকের এই পর্বে উপস্থিত আছেন ধামাইল একাডেমীর প্রতিষ্ঠাতা, 'সিলেটি ধামাইল গীত' গ্রন্থের সংকলক ও সম্পাদক রামকৃষ্ণ সরকার। উপস্থিত আছেন ধামাইল একাডেমীর সদস্যারা। কথায় গানে ও বিশ্লেষণে আজকের অনুষ্ঠান চেষ্টা করেছে ধামাইল গানের নানা দিককে ছুঁয়ে যেতে।
View Podcast