DiscoverSearch
আলপনা কী? আলপনার মোটিফ কেন বদলে যায়? বাংলার আলপনায় মাছের মোটিফের বিচিত্র ব্যবহার বা আলপনার মাইগ্রেশন -- এই সব নানা প্রসঙ্গ উঠে এসেছে আজকের আলোচনায়। আলোচনা করেছেন নদীয়া জেলার বিশিষ্ট আলপনা শিল্পী, ক্ষেত্র সমীক্ষক ও লেখক রবি বিশ্বাস। আলপনার সন্ধানে তিনি প্রায় সাতশ গ্রাম ঘুরে দেখেছেন, পৌঁছে গেছেন ভারতের অন্যান্য রাজ্যে। বিদেশের মাটিতে একাধিক বার এঁকেছেন বাংলার আলপনা। আলপনা নিয়ে তাঁর প্রথম কাজ 'লক্ষ্মীর পা' বইটি। কাজের সূত্রে বর্তমানে তিনি থাকেন শান্তিনিকেতনে।
View Podcast